আমি বলছি না ভালবাসতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য ভোর ৪টা ৪৫ পর্যন্ত অপেক্ষা করুক,
শুধু আমার সাথে বসে আরেকটি প্রজেক্ট হ্যাক করার জন্য।
রাতে একা ডকুমেন্টেশন পড়তে পড়তে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না ভালবাসতেই হবে,আমি চাই
কেউ আমার মিসিং কোলনটা বসিয়ে দিক।
আমি Valgrind নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি,এই রুবি-পাইথনের যুগ
ডাইনামিক ল্যাঙ্গুয়েজ নারীকে মুক্তি দিয়েছে মেমরি লিক চেক করার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক
“এই ক্লাসটার রেফারেন্স খুঁজে পাচ্ছো না?”
যে প্রজেক্ট নিয়ে গুতোচ্ছি, সেটার
UI ডিজাইন করা লাগবে কি না।
ব্যাকএন্ড কোডিং আমি নিজেই করতে পারি।
আমি বলছি না ভালবাসতেই হবে,আমি চাই
কেউ একজন বিরক্ত না করে আমাকে Sublime Text 3
চালাতে দিক। কেউ আমাকে কফি খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘সিপিউ টেম্পারেচার ৬০ ডিগ্রি কেন?
ভালো কুলার কিনার ট্যাকা নাই?’